প্রকাশিত: Wed, Dec 6, 2023 11:47 PM
আপডেট: Tue, Apr 29, 2025 12:41 AM

[১]পাঁচ উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড, লিডের আশা বাংলাদেশের

সাঈদুর রহমান: [২] ঢাকা টেস্টের আগের দিন স্পিন যুদ্ধের আভাস দিয়েছিলেন কিউই অধিনায়ক টিম সাউদি। বুধবার মিরপুরে তার কথাই সত্য প্রমাণ হয়েছে। দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে কিউইদের স্পিন ঘূর্ণিতে বিধ্বস্ত হয়েছে শান্তরা। ১৭২ রানে অলআউট হয়েছে তারা।

[৩] দিনের তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি দুই কিউই ওপেনার টম লাথাম ও ডেভন কনওয়ে। ৪ রানে লাথাম ও ১১ রানে আউট হন কনওয়ে।